পবিত্র ঈদুল ফিতরের

ঈদে গ্রামের বাড়ি যেতে মানতে হবে যে শুর্তগুলো-থাকবে না পুলিশি বাধা

নারায়ণগঞ্জ বাণী২২৪.কমঃ ঢাকা শহর সহ সারাদেশের সকল স্থানের বসবাসরত অবস্থানে ঈদ করার বাধ্য বাধকতার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পুলিশ। তাই পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যারা অতি প্রয়োজনে গ্রামের বাড়িতে যেতে চায়, যেতে পারবে। তবে মানতে হবে কিছু শর্ত।

সরকারের উপর মহল থেকে শক্রবার সকালে পুলিশকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চয়,তবে পুলিশ যেন তাদের অনুমতি দেয়। রাস্তায় যেন পথযাত্রীদের বেসি হয়রানি করা না হয়। তবে চলবে না গনপরিবহন।

পুলিশ হেডকোয়াটার নির্দেশনা পাওয়ার পরেই  প্রতিটি রেঞ্জের ডিআইডি, পুলিশ সুপার (এসপি) এবং মেট্রোপলিটন শহরের উপ-কমিশনারদের (ডিসি) জানিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে।

গ্রামের বাড়িতে ফিরত হলে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা ব্যক্তিগত ভাবে করতে হবে। কোন গনপরিবহন ব্যবহার করা যাবেনা।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের করোনার অবস্থা জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*