নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আসন্ন ইংরেজি বছরকে কেন্দ্র থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবেনা বলে ঘোষনা দিয়েঠেন স্বরাষ্টমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
১২ ডিসেম্বর সাংবাদিতকদের এ কথা জানান স্বরাষ্টমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, থার্টিফাস্ট নাইটে কোথাও উন্মুক্ত স্থানে গান বাজনার আয়োজন করা যাবে না। বড় দিন এবং থার্টিফাস্ট নাইট উপলক্ষে সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
