এবার বালিশ কাভারের দাম ২৮ হাজার- ১০০ টাকার মাস্কের দাম ৮৭ হাজার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরন্জামের মুল্য অস্বাভাবিক ভাবে বেসি ধরা হয়েছে। একটি বালিশের মূল্য ধরা হয়েছে ২৭ হাজার টাকা ও বালিশ কাভারের মুল্য ২৮ হাজার টাকা।

এছাড়াও ১০০ থেকে ২০০ টাকা মূল্যর একটি সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম প্রস্তাব করা হয়েছে ৮৪০০০ হাজার টাকা। বালিশ বালিশ, বালিশ

সার্জিক্যাল ক্যাপ ও মাস্ক ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য যেসব সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনার প্রস্তাব করেছে তার মধ্যে বর্তমান বাজার মুল্য ৩০০ থেকে ৪০০ টাকার রেক্সিনের মূল্য ধরা হয়েছে ৮৪ হাজার টাকা, ২০-৫০ টাকা মূল্যর স্টেরাইল হ্যান্ড গ্লোভস ৩৫ হাজার টাকা, ২৫০-১০০০ টাকার কটন টাওয়ালের মূল্য  ৫৮৮০ টাকা, ১৫-৫০ টাকা মূল্যর ৫ এমএল সাইজের টেস্টটিউব-গ্লাস মেডের মূল্য ৫৬ হাজার টাকা,২৫০-৫০০টাকা মূল্যর থ্রিপিন ফ্লাট ও রাউন্ড প্লাগযুক্ত মাল্টিপ্লাগ উইথ এক্সটেনশন কড ৬,৩০০ টাকা, ১০০০ টাকা মূল্যল হোইট গাউনের দাম ৪৯০০০ টাকা, ২০-৫০ টাকার মূ্ল্যর  ডিসপোজাল সু কভার সাড়ে ১৭ হাজার ও একটি বালিশেল মূল্য ধরা হয়েছে ২৭৭২০ টাকা। তার সাতে বালিশের কাভারের মূল্য ধরা হয়েছে ২৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ফাইল ছবি

রূপগঞ্জে অগ্নিকান্ড-মরদেহ বুঝে নিতে হাসপাতালের মর্গ স্বজনদের ভিড়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের লাশ গ্রহনের জন্য সকাল থেকেই ঢাকা