নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সামাজিক যোগাযোক মাধ্যেম ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মনিরামপুরের একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিকের কান ধরে ছবি তুলছেন যশোরের মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা । এ নিয়ে জনমনে গভীর ক্ষোভের সৃস্টি হয়।
ইতিমধ্যে ছবিটি সরকারি দপ্তরের চোথ দর্পন হলে, জনপ্রশাসন প্রশাসন মন্ত্রনালয় খেকে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়।
২৮ মার্চ শনিবার জনপ্রশাসন মন্ত্রানালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসিল্যান্ডক সাইয়েমা হাসানকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনার বিভাগীয় কমিশনারকে এসিল্যান্ডক সাইয়েমা হাসানকে প্রত্যাহার নির্দেশ ও অফিস খোলা হলে মামলা সহ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয় । একই সাথে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।
করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারা দেশে সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে এবং সবাইকে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
একই সাথে জনসমাগম এড়াতে মাঠে আইন সৃঙ্খলার সাথে কাজ করছে সেনাবাহিনী।
Follow @https://twitter.com/NBani24
NarayanganjBani24.com NarayanganjBani24.com
