কবিতা

কবি জামান ভূঁইয়া’র ” ভয় কিসের “-কবিতা

” ভয় কিসের “

জামান ভূঁইয়া….

মানুষ কাঁদে করুণ সুরে
শিয়াল কুকুর ডাকে দূরে
লাশ গুলো থাকে পরে
ভয়ে তা কেউ না ধরে ।

ভয়ানক এক রোগে আজ
বন্ধ দুনিয়ায় সকল কাজ
মসজিদ মন্দির বন্ধ সব
বন্ধ বাজারে কলরব ।

শিক্ষা প্রতিস্ঠান বন্ধ আছে
বলবো এসব কার কাছে
রাস্তা ঘাট দেখ ফাঁকা
মানুষ চলে একা একা ।

ঘরের ভিতর থাকে বসে
খাবে কি তার হিসাব কষে
খাবার শেষ হলো বলে
কান্না সবার চোখের জলে ।

চোখে দেখা যায়না যারে
ভয় কিসে এমন তারে
সৃষ্টি কর্তার খেলা দেখ
আল্লাহর কথা মনে রেখ ।

নামাজ রোজা করতে থাক
আল্লাহ নবীর নাম ডাক
কোরআন পড় গভীর রাতে
আল্লাহ খুসি হবেন তাতে..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শিশুতোষ কবিতা.কিশোর লেখক “অধম নুর ইসলাম”….

কবিতা___ অবহেলা -অধম নূর ইসলাম