নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শারীরিক অবস্থা সুস্থ্য থাকা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজা বাসাতেই অবস্থান করছেন।
২০ জানয়ারি বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।
জানা গেছে মন্ত্রীর হালকা ঠান্ডা লাগায় গক ১৮ তারিখ মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষার ফলাফরে গককাল ১৯ জানুয়ারী তার করোনা পজেচটিভ আসে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
