করোনা পরীক্ষার নমুনা

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে নারায়ণগঞ্জে ২৫ সদস্যের বিশেষ টিম

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সারা দেশের জেলা শহরের মধ্যে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে আছে নারায়ণগঞ্জ জেলা। আর এখানে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের প্রক্রিয়া বিলম্বের কারনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে নমুনা সংগ্রহ জোরদার করা হচ্ছে দিন দিন।

এরই মধ্যে ১৯ এপ্রিল শনিবার নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কার্যক্রম কে আরও দ্রুত ও গতিশীল করতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসেছে ২৫ সদস্যের বিশেষ টিম।

১৯ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পুনরায় নমুনা সংগ্রহ, আক্রান্তদের পরিবার-আত্মীয় স্বজন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে এ বিশেষ টিম। তারা ১০ দিনের কর্মসুচি নিয়ে নারায়ণগঞ্জে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফলাফল-আসন অনুসারে নির্বাচিতদের তালিকা

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ সফল ভাবে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।