করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের ভিন্নধর্মী উদ্যোগ

রেদোয়ান ইসলাম: করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে সারা বিশ্ব যখন থমথমে অবস্থানে ঠিক সেই মূহুর্তে খুলনা-বাগেরহাটের ডুমুরিয়া অঞ্চলের শিশুরা নিয়েছে ভিন্ন ধরনের উদ্যোগ। প্রায় দেড় বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অতিষ্ঠ হয়ে গেছে শিক্ষার্থীরা।

এতে করে অনেক শিশুর মনোবল ভেঙে যাচ্ছে। করোনাভাইরাস প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে শিশুরা এমনিতেই মানসিক চাপে ভুগছে। স্কুল নেই, বন্ধুদের সাথে দেখা নেই, খেলা নেই, ঘরের চার দেয়াল ছাড়া কোথাও বেড়াতে যাওয়ার উপায় নেই। কিছু অভিভাবকরাও সতর্ক থাকার কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবী জানায়।
তবে, খুলনার শিশুদের দাবী তারা নিজেরা সচেতন থাকলেই করোনা ভাইরাস কে মোকাবিলা করা সম্ভব হবে। তাই তারা নিজ উদ্যোগে নিজ বাড়ির উঠোনে স্বাস্থ্য-বিধি মেনে, সামাজিক দূরত্ব অবলম্বন করে। সহপাঠী দের এক সাথে নিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাচ্ছে এবং এর উপকারিতা তুলে ধরছে। তাদের ধারনা সঠিক ভাবে হাত ধুলে, করোনা হবে দূর।
বাহির থেকে এসে এবং বাজারে গেলে সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাহিরে যাওয়ার পূর্বে অবশ্যই মাস্ক পড়তে হবে।
এদের সাথে অনেকেই প্রতিবাদী হিসেবে বিভিন্ন ছবি অঙ্কন করে অংশগ্রহন করছে, এরা সকলেই শিশু।
শিশুরা বিভিন্ন দিক দিয়েই এগিয়ে যাচ্ছে।  শিশুরা এখন সচেতন হচ্ছে তারা এখন জানতে পারছে তাদের অধিকার সম্পর্কে। শিশু অধিকার কে প্রাধান্য দিলে আমাদের দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। কারন আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ১১৯ জনের-সতর্ক হওয়ার আহবান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৯ জনের। নতুন মৃত্যু নিয়ে করোনায় সারাবিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁলো  ৬৮ লাখ ৬৩ হাজার ৬৪০ জনে।