নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে করোনার ভয়াবহতা মোকাবেলায় ৫০০০ শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধারা গ্রুপ।হাসপাতাল বানানোর বিষয়ে প্রধানমন্ত্রী কাছে একটি লিখিত প্রস্তাবনা জমা দিয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
২৯ মার্চ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাবনা জমা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।এর আগে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতে ১০ কোটি টাকার চেক প্রদান করা হয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে।
হাসপাতাল বানানোর প্রস্তবনায় উল্লেখ কর হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টারে ৪ টি ও একটি ট্রেড সেন্টারে হবে এ ৫ হাজার শয্যার হাসপতাতাল।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মহানগরির ৪ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের কাছে ত্রান সামগ্রী প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
বসুন্ধারা গ্রুপ, বসুন্ধারা গ্রুপ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
