কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহ-আলমের আত্মসমর্পন

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়নগঞ্জ সদর থানার পুলিশের দায়ের করা একটি রাজনৈতিক মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্বসমার্পন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহআলম। রোববার (৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তিনি আত্বসমার্পন করেন। এর আগে উচ্চ আদালত থেকে তিনি ৮ সপ্তাহের জামিনে ছিলেন। মামলা নং ১৩(৮)১৮।আদালতে থেকে বের হয়ে শাহআলম বলেন, নির্বাচন থেকে দূরে রাখার জন্য বর্তমান সরকার বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে অযথা হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে পুনরায় ক্ষমতায় আনতে আমরা বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছি থাকবো। তিনি বলেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে সদর থানার একটি নাশকতার মামলায় আত্বসমার্পন করেছি। আশা করি আইনের কাছে আমরা ন্যায় বিচার পাব। হোসেন বলেন, সদর থানার একটি নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহআলম ৮ সপ্তাহের জামিনে এ সময় আইনজীবী হিসাবে আরো উপস্থিত ছিলেন,এডভোকেট সাখাওয়াত এডভোকেট আজাদ বিশ্বাস, এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, এডভোকেট আজিজ আল মামুন, এডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাহফুজুর রহমান কালাম

এবার মাহফুজুর রহমান কালামকে কিছু দিতে চায় সোনারগাঁও তৃনমূল আওয়ামিলীগ

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: এবার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের