নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ খালেদাকে নির্বাচনে অংশ গ্রহনে হাইকোর্টের বৈধ ও আবৈধ করে বিভক্তি আদেশ ঘোষনা করা হয়েছে।
১১ ডিসেম্বর মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন ।
তবে তার সাথে থাকা আরেক বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশে দ্বিমত পোষন করেন।
একই বেঞ্চের দুই বিচারকের রায়ে মতোভেত থাকায় এবার তাদের রায়ের সিদ্ধান্ত দিবেন প্রধান বিচারপতি।
খালেদা জিয়ার নির্বাচনে অংশ গ্রহন নিয়ে প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে আজকের হাইকোর্ট বেঞ্চের রায়ের আদেশ।
তারপর আইন সঙ্গত ভাবে প্রধান বিচারপতি রায় দিবেন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহন করা নিয়ে। বিএনপিকে আরো কয়েক দিন তাকিয়ে থাকতে হচ্ছে প্রধান বিচারপতির রায়ের দিকে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
