চট্রগ্রামে

চট্রগ্রামে পৌনে চারশ দোকানের ২ মাসের বাড়া মওকুফ

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্রগ্রামে পৌনে চারশ দোকানের ২ মাসের বাড়া মওকুফ করলেন সিটি সেন্টারেরর মালিক সরওয়ার মোর্শেদ।

দোকনদারদের সহযোগিতা ও করোনার সংক্রামন ঠেকাতে দোকান বন্ধ রাখার জন্য তিনি এ উদ্যোগ গ্রাহন করেছেন বলে তিনি জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ আছে, তাই মানবিক দিক বিবেচনা করে  আমার মালিকানাধীন দুই মার্কেটের পৌনে চারশ দোকানের এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া মওকুফ করছি।

৯ মে শনিবার সকালে এন জহুর শপিং সেন্টার এবং সিটি সেন্টারেরর মালিক সরওয়ার মোর্শেদ মার্কেটের দোকানদারদের সাথে বৈঠকে এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফের বিষটি জানান।

উক্ত মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন,  তিনি দোকান ভাড়া মওকুফ করার সে সিদ্ধান্ত জানিয়েছেন, তার কোন তুলনা নেই। গত ২ মাস জাবৎ ব্যবসা নেই, আমরা অনেক কষ্টে আছি। সকল দোকানদাররের পক্ষ থেকে তাবে অভিনন্দন জানাচ্ছি।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হটাৎ করেই যে কারনে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে তামীমের বিদায়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হটাৎ করেই আর্ন্তজাতিক সকল প্রকার ক্রিকেট ম্যাচ থেকে অবসর গ্রহন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও বর্তমান জাতীয় দলের অধিনায়ক তামীম ইকবাল।