ডেঙ্গু পরীক্ষায় প্রতারণা.,,.! ইবনে সিনার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গ জ্বরে রক্ত পরীক্ষায় প্রতারনার অভিযোগ এনে ইবনে সিনার কনসালট্যান্ট প্রফেসর (অব.) কর্নেল মো. মনিরুজ্জামানসহ চার জনের বরুদ্ধে মামলা দায়ের করেছে এক ভুক্তভুগি।

৩০ জুলাই মঙ্গলবার ভুক্তভোগী আইনজীবী মোঃ রমজান আলী সরকার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা এজহারে বলা হয়, প্রচন্ড জ্বরে আক্রন্ত হয়ে ২৫ জুলাই ধানমণ্ডির সাতমসজিদ রোডের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে গিয়ে ডেঙ্গু শনাক্ত পরিক্ষা করতে দেন ।

রিপোর্ট সংগ্রহ করে দেখতে পান রক্তের প্লাটিলেট লেভেল ৭ লাখ ৮৪ হাজার সিএমএম। রক্তে স্বাভাবিক প্লটিলেটের পরিমান বেসি দেখতে পেয়ে বিচলিত হয়ে পরেন সে।

তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সিবিসি পরিক্ষা করে রক্তে প্লাটিলেটের পরিমান স্বাভাবিক মাত্রায় ২ লাখ দেখতে পান।

মামলায় আরো উল্লেখ্য করা হয়, ইবনে সিনার প্রতারণামূলক ভুল রিপোর্ট অনুযায়ী ওষধ সেবন করলে শারীরিক , মানষিক ও আর্থিক ভাকে ক্ষতির সম্মুখিন হতেন। এমনকি জীবননাশেরও হতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*