ডোনাল্ট ট্রাম্প ও কিম-জং উনের বৈঠকে বসছেন ১২ জুন।

সাংবাদিকদের  ট্রাম্প বলেন,”আমরা ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকের অপেক্ষায় আছি। অনেকেই এ  বৈঠক নিয়ে কাজ করছেন,সম্মেলনের প্রস্তুতিও খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। গত সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়র বৈঠক নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে।

উল্লেখ্য, শনিবার বিকেলে উত্তর কোরিয়ার নেতা কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আকস্মিক বৈঠক করেন। বৈঠকের শেষে  সংবাদ সম্মেলনে মুন বলেন,কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং  ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠক ‘সম্পূর্ণ’ করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফলাফল-আসন অনুসারে নির্বাচিতদের তালিকা

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ সফল ভাবে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।