বিজিএমইএ

ঢাকার বাহিরে থাকা শ্রমিকদের আসতে হবেনা, বেতন পৌছে দেওয়া হবে-বিজিএমইএ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকার বাহিরে অবস্থান করা পোষাক শ্রমিকদের কারথানায় আসতে হবেনা বলে জনিয়েছে বিজিএমইএ।একই সাখে বিজিএমই ্এর পক্ষ থেকে জানানো হয় করোনা পরিস্তিতির কারনে ঢাকার বাহিরে থাকা শ্রমিকরা কারথানায় না আসলেও বেতন পাবে,তাদের বেতন প্যেছে দেওয়া হবে।

বিজি্এমইএর পক্ষ থেকে জানানো হয়, যেসব পোশাক শ্রমিক ঢাকার বাইরে অবস্থান করছে, তাদের বেতন পৌঁছে দেয়া হবে। সরকারের পক্ষ থেকে আশেপাশের শ্রমিকদের নিয়ে কারথানা খোলার অনুমতি প্রদান করেছে।সেহেতু ঢাকার বাহিরে অবস্থান করা শ্রমিকদের ঢাকায় আশার প্রয়োজন নাই। দেখা গেছে চাকুরি হারানো ভয়ে শ্রমিকরা ঢাকা আসা শুরু করেছে। তাই সারাদেশে করোনা সংক্রামনের ঝুকি রয়েছে।  কারখানা খোলা রাথার হলেও ঢাকার বাহিরে থাকা শ্রমিকরা চাকুরি হারাবেনা।

ইতিমধ্যে প্রায় ২৫ লাখ শ্রমিক মোবাইল ব্যাংকি একাউন্ট খুলেছে, যেখানে তারা খুব সহজেই বাড়িতে বসে বেতন পাবে।

এর আগে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কারখানা খোলার বিষয়টি অবহিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন

আরও পড়ুন..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভেঙ্গে ফেলা হচ্ছে বিজিএমইএ ভবন,মালামাল সড়িয়ে নিতে ২ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশল অন্যতম পোশাক মালিক সংগঠন বিজিএমইএ এর রাজধানীর হাতিরঝিল লেকে ভবন ভাঙ্গার জন্য সকল