নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামীকল মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারনে নারায়ণগঞ্জের গ্যাস সর্বরাহ ঠিক থাকলেও কমে যেতে পারে গ্যাসের প্রেসার।
৬ জুলাই সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজে ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকা সহমুহে গ্যাস সর্বরাহ বন্ধ থাকবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
