দাঁড়িয়ে পানি পান

দাঁড়িয়ে পানি পান করছেন.! তো মরছেন..,দেখুন কি কি মারাত্বক সমস্যা হয়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দাঁড়িয়ে পানি পান করার ফলে শরিরের গুরুত্বর্পূন অঙ্গগুলোর মারাত্বক ক্ষতি হয়। শুধু মাত্র দাঁড়িয়ে পানি পান করার ফলে দিনি দিন দ্রুত আপনার শরির ভেঙ্গে পড়ছে।

আসুন যেনি নিই সমস্যা গুলো….

১) দাঁড়িয়ে পানি পান করলে পানি গুলো সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত হানে। এতে করে বদহজমের আশংঙ্কা বাড়ে।

২) স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং তলপেটে যন্ত্র সমুহের কার্যকারিতায় বাধাগ্রস্থ করে। ফলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ দেখা দিকে পারে।

৩) দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা দেয় । ফলে পাকস্থলীর ভেতরের সরু নালিটি মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয় ও পানি ও নিংস্বকরনে ব্যাঘাত ঘটে। যার কারেন শরীরে নানা ব্যাধি সমুহ বাসা বাধে।

৪)  শরীরের অন্দরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায় দাঁড়িয়ে পানি পান করার ফলে।

৫) টক্সিনের পরিমান প্রচুর ভাবে শরীরে বেরে যায়।

৬) নার্ভ উত্তেজিত হয়ে যায় দাঁড়িয়ে পানি পান করার ফলে।

৭) দাঁড়িয়ে পানি পান করার ফলে কিডনির বিভিন্ন ভাগ দিয়ে পানি প্রবেশ করে, একে কিডনির স্বাভাবিক পানি ও বিভিন্ন ক্ষতিকারক উপাদান নিস্কাশনে ব্যাঘাত ঘটায় এবং কিডনিতে ক্ষতিকারক উপাাদান জমা হতে থাকে ও ক্যান্সার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*