দুর্ঘটনার কারণ পথচারী হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা- ডিএমপি কমিশনার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিএমপি কমিশনার বলেছেন দূর্ঘটনার কারন পথচারী হলে তাকেও আইনের আওতায় আনা হবে। এখন থেকে কোন ছাড় না দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ প্রদান করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায়  ট্রাফিক বিভাগকে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলে কাঠগড়ায় দাঁড়িয়ে যাই আমরা, কোন জবাব থাকেনা আমাদের কাছে। ট্রাফক বিভাগকে উদ্দেশ্য করে তিনি বলেন, পথচরীরা ফুটওভার ব্রিজ ও জেবরা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। পথচারীর কারনে দূর্ঘটনা ঘটলে তাকে আটক করুন, মিডিয়ার কছে তাকে দাঁড়া করান , দেখান দেশবাসীকে। এ ব্যবস্থার পরিবর্তন আনা দরকার । এজন্য প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহন করুন।

পথচারিদের ফুটওভার ব্রিজক ও জেবরা ক্রসিং ব্যবহারের করার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার