নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্বপ্নের পদ্মা সেতু, এ যেন বাঙ্গালী জাতীর হার না মানা আরও এক মূর্তপ্রতিক। পদ্মার উপরে মাথ উচু করে দাড়ালো কোটি বাঙ্গালীর স্বপ্ন।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু
মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে নিজ অর্থায়নে গড়ে তোল পদ্মা সেতু আজ জনসাধানের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বেলা ১২ টায় অনুষ্ঠানিক উদ্ভোধন করেন বাঙ্গালী জাতীর হার না মানার মূর্তপ্রতিক ”পদ্মা সেতুর”।
এর আগে তিনি সকাল ১০ টায় হেলিকাপ্টারে করে ঢাকা থেকে মাওয়ায় পৌঁছান। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
