নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩০৯৯ জন এবং করোনা আক্রান্তদের মধ্যে আরও মৃত্যু বরণ করেছে ৩৮ জন।
১৫ জুন সোমবার দুুপুরে বাংলাদেশের ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির সর্ম্পকে স্বাস্থ্য অধিদ্প্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক(এডমিন) অধ্যাপক ডা, নাসিমা সুলতানা।
গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত ৩০৯৯ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে এবং নতুন মৃত্যু ৩৮ জন স মোট মৃত্যুর সংখ্যা ১২০৯।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
