পিসিআর ল্যাব

নারায়ণগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে করোনা পরীক্ষার একমাত্র বেসরকারি পিসিআর ল্যাব

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে প্রস্তুত দেশে একমাত্র বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। অপেক্ষা শুধু উদ্বোধন।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রতিষ্ঠিত দেশের প্রথম পিসিআর ল্যাব ২৯ এপ্রিল বুধবার উদ্বোধন করার কথা রয়েছে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মতূজা বাপ্পা গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত কনেন। তিনি জানান, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পিসিআর ল্যাবটি বুধবার উদ্ভোদন করা হবে।

বুধবার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অথিথি হিসেবে যুক্ত হবেন, পাট ও বস্ত্রন্ত্রী গোলাম দস্তগীর গজী (এমপি)।

বাংলাদেশ স্বস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহাম্মদ, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান ভুইয়া, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. কমাহবুবুর রহমান মাসুম, রুপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম সহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থেকে ১৩ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে  ১৩ আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করেছে  র‍্যাব।সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার