নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত কয়েক দিনের তুলনায় কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ৪/৫ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় সবচেয়ে কম করোনা রোগী সনাক্ত হয়েছে।
নারায়ণগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২২ জন। এ নিয়ে ১৭ মে রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৩১ জন।
গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি তবে পুর্বের মৃুত্যু হওয়া আরও ২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্য দাড়িয়েছে ৬৩ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৩৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১৭ মে রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা য্য়।
এর আগে গত ১৬ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬০৯ জন এবং মৃতের সংখ্যা ছিল ৬১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৪১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা মোট ৬ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে মোট ২২ জনের।
জেলায় মোট করোনায় আক্রান্তদের মধ্যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৮০১ জন। নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫২৬ জন। আড়াইহাজার উপজেলায় ৫৩ জন। বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) ৩৯ জন। রুপগঞ্জ উপজেলায় ১২০ জন এবং সোনারগাঁ উপজেলায় আক্রান্ত হয়েছে মোট ৯২ জন।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬১ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন।
আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ২৭ জন।
রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৩১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৬৩ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪২১ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
