নারায়ণগঞ্জে মশা আতঙ্ক, জনমনে ক্ষোভ-ডেমকেয়ার সিটি কর্পোরেশনের

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধিন এলাকা গুলোতে মশার প্রকোটতা অসহনীয় হয়ে উঠেছে। তবে তা নিয়ে মাথা ঘামাচ্ছেনা সিটি কর্পোরেশন। 

মশার প্রকোটতা অসহনীয় ধারন করায় নগরবসীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সদর ,পাগলা বন্দর ও ফতুল্লার বিভিন্ন এলাকায় প্রচন্ড মশার প্রকোটতা বৃদ্ধিতে জীবনযাপন অসহনীয় হয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসীন্দার।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানা এলকার এক বাসীন্দা নারায়ণগঞ্জ বাণী২৪.কম কে বলেন, আমরাতো সিটি কর্পোরেশনের সকল চাঁদা প্রদান করে থাকি নিয়ম মাফিক ,তবে সাধারন মশার উপদ্রোপের জন্য কেন সিটি কর্পোরেশন ব্যবস্থা গ্রহন করছেনা।

এদিকে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে মশার উপদ্রবে অতিষ্ট হয়ে নানা রকম পোষ্ট করে যাচ্ছে নারায়ণগঞ্জের ফেসবুক ব্যবহারকারী বাসীন্দারা। একই সাথে দ্রুত মশা নিধন ঔষধ ছিটানোর কথা বলেছে তারা।

দ্রুত মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির আন্তরিক হস্তক্ষেপ কামনাও করছে স্থানীয় বাসীন্দারা।livenarayanganj pressnarayanganj jugerchinta 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারয়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।