নারায়ণগঞ্জ-৫

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের জন্য বৈধ ও অবৈধ ঘোষণা হল যারা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের জন্য বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীত বছাই চুরান্ত চুরান্ত ঘোষনা করা হয়েছে  নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য।

নারায়ণগঞ্জ-৫ আসনে কোন প্রকার ঝামেলা ছারই মহাজোটের মনোনিত এ একে এম সেলিম ওসমান চুরান্ত তালিকায় রয়েছেন। মহাজোট ও বিএনপি ছাড়াও আরো ৭ টি দলের প্রর্থীর বৈধ ঘোষণা করেছে  রিটার্নিং অফিসার ।

বৈধতা পওয়া ব্যক্তিরা হলেন মহাজোটের এ কে এম সেলিম ওসমান, বিএনপির এস এম আকরাম হোসেন ও এ্যাড.আজাদ আবুল কালাম।

জাকের পার্টির মর্শেদ হাসান , বাংলাদেশ কল্যান পাটির মোঃঅাল-আফতাব ও ওইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদু শাহ।  এছাড়াও

ইসলামী আন্দোলনের হাজীঃ মো আবুল কালাম, খেলাফত মজলিসের হাফেজ কবির হোসনে, সমাজতান্ত্রী দলের আবু নাইম খান বিপ্লবা এবং কমিউনিষ্ট পার্টির মন্টু ঘোষ।

তবে ব্যাংক লোন খেলাপির জন্য  অবৈধ হয়েছেন বিএনপির মাকসুদুল অালম খন্দকার খোর্শেদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মুচি

বন্দরে ৫ শতাধিক মুচি পরিবারের মানবতের জীবন যাপন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ লকডাউনে মার্কেট খোলা থাকলেও গনপরিবহন বন্ধ থাকায় একেবারেই আয় রোজগার নেই নারায়ণগঞ্জ বন্দরে ৫ শতাধিক ঋৃষি মুচি পরিবারের। কর্মহীন এ ৫শ মুচি পরিবারের মানবেতর জীবন ।