নারায়ণগঞ্জ-৪

নির্বাচনের আগে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শামীম ওসমানের

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান স্পষ্ট করে আবারো বলে দিলেন,সাবেক কোন এমপি যদি দেখাতে পারে আমি যে উন্নয়ণ মুলক কাজ করেছি তার ৫০ ভাগ কাজ কেউ করেছে ,তাহলে আমি নির্বাচন করবনা।

১৮ নভেম্বর ফতুল্লার  কাশিপুর ইউনিয়নের হালিম সিকদারের বাড়িতে নির্বাচনী এক বৈঠকে  তিনি এসক কথা বলেন।

তিনি আরো বলেন, আমার চ্যালেঞ্জ গ্রহন করুন , তবে মুখে বল্লে হবেনা। খাতা কলম নিয়ে স্টেজ সাজিয়ে

জনগনের সম্মুখে বসতে হবে। গত ৫ বছরে আমি যা উন্নয়নমূলক কাজ করেছি তার ৫০ ভাগ কাজ করেছে যদি

কাগজে-কলমে কেউ দেখাতে পারেন, তবে জনসম্মুখে ঘোষনা দিয়ে আসব আমি আর নির্বাচন করবো না।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দিকে তাকিয়ে দেখেন, পুরো পরিবার হারিয়ে দেশ ও দেশের জনগনকেকিভাব ভালবেসে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সপ্নে দেখা সোনার বাংলা গড়তে লড়াই করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ বাসীর উন্নয়নের জন্য ডিএনডি এলাকায় ৫ হাজার কোটি টাকার অধিক বাজেট দিয়েছেন, প্রয়োজনে

তা আরো বাড়ানো হবে। নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ বাসীর ‍উন্নয়নের জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নির্বাচন কমিশন-

আসন অনুসারে নির্বাচিত ২৯৮ জনের নামের তালিকা-(বিভাগ ভিত্তিক)

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ সফল ভাবে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।