নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিজ পুত্রবধার পরকীয়া দেখে ফেলায় লাশ হতে হলো শাশুড়ির। স্বামীর অবর্তমানে অন্য এক পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে পুত্রবধূ।পত্রবধূ শাশুড়ি সাথে থাকতেন এক ভাড়া বাসায়। নিজ বাসায় পরকীয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুর্হূত দেখে ফেলায় শাশুড়িকে গলা কেটে হত্যা করে পুত্রবধূ।
এ ঘটনায় পত্রবধূ ও পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারীর নাম যমুন পাল।
জানা গেছে ,ঘাতক বধূর স্বামী ও নিহত নারীর নাম যমুনা পালের ছেলে পেশায় একজন স্বর্ণকার। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধারদেনা করে তিনি পালিয়ে রাজশাহীতে অবস্থান। এ সুযোগে মেহেদী হাসান নামের এ যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পুত্রবধূ পলি রানী। আর সে ঘটনা দেখে ফেলায় গলাকেটে হত্যা করা হয় শাশুড়ি যমুনা পালকে।
ইতিমধ্যে পুত্রবধূ পলি রানী ও কথিত প্রেমিক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুত্রবধূ পলি রানী হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আর ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরকীয়া প্রেমিক মেহেদী হাসানকে।
পুত্রবধূ পলি রানী ও প্রেমিক মেহেদী হাসানকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুধবার রাতে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।
উল্লেখ্য যে, গত ৩ মার্চ শিবগঞ্জ পৌর এলাকার কুমারপাড়া-বাবুপাড়ার একটি ভাড়াবাসায় দিবাগত রাতে শাশুরি যমুনা পালকে গলাকেটে হত্যা করা হয়।পরে ৪ মার্চ সকালে লাশ উদ্ধার করে পুলিশ এবং ৫ মার্চ নিহতের ভাই কবির বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
