ছাত্রীকে ধর্ষণ

 প্রতিবন্ধী নারীকে ধর্ষণ-বন্দুক যুদ্ধে ধর্ষক নিহত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ধর্ষক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত গভির রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলায় অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বন্দুক যুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়।

উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের গ্রামের আবদুল গফুরের ছেলে নিহত ধর্ষক আকরাম হোসেন।

এর আগে পুলিশ জানায়, বন্দু যুদ্ধে নিহত ধর্ষকের নাম আকরাম হোসেন (২৫) , সে আলোচিত প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি। সেনবাগের আলোচিত প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি আকরাম হোসেনের অবস্থান শনাক্ত করে রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরামের সহযোগিরা পুলিশকে লক্ষ করে  ‍গুলি ছুড়তে থাকে।এরপর অত্নরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়ার পর তার পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবীদ্ধ অবস্থায় আকরামকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুক যুদ্ধে আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই লোকেন মহাজন, পুলিশ কনস্টেবল এমরান ও জিয়া। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ।

আরও খবর পড়ুন নিচে ক্লিক করে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*