নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লা উপজেলার পশ্চিম মাসদাইরের বারৈভোগ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন ও আগুনে পুড়ে গেছে প্রায় ৫০ টিরও বেশী ঘর।
গত বুধবার দিবাগত গভীর রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর বারৈভোগ এলাকার একটি গার্মেন্টস সংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানাগেছে, বৈদ্যুতিক শটসাকিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে সাথে সাথেই পাশের টিনসেটের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পরে। পরে আগুন নেভাতে স্থানীয় জনগনের পাশাপাশি পাশের পোশাক কারখানার দমকল বাহিনী যুক্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। একই সাথে খবর পেয়ে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, অগ্নিকান্ডের কারন সঠিক ভাবে জানা যায়নি, তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের পর পর স্থানীয়দের সাথে ফায়ার সাভিসের লোকজন কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
