নারায়ণগঞ্জ বণী নিউজঃ ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক নিহত হয়েছে। ২৫জুলাই বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি কভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হয় ট্রাফিক পুলিশের এই ক র্মকর্তা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের শরফুদ্দিন জানান, ২৫জুলাই ট্রাফিক পুলিশের এএসআই আবুল কালাম আজাদ ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সকাল থেকে যানজট নিরসনের দায়ীত্ব পালন করতে থাকা অস্থায় দুপুর ১টায় একটি কভার্ট-ভ্যন যাহাার নং নরসিংদী ১১-০০৯৩ আবুল কালামকে চাপা দিলে পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘেষণা করে