নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লা থেকে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। ২০ এপ্রিল ফতুল্লার তুল্লার পাগলা দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াও পড়ুনঃ-রূপগঞ্জে ৩০০ পিছ ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইসমাইল।সে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ধামালিয়ার বেপারী বাড়ির মৃত ওয়াজউদ্দিনের ছেলে। মাদক ব্যবসায়ী মো.ইসমাইল ফতুল্লা থানার পাগলা কুতুবপুর দৌলতপুরের হালিম মিয়ার বাসায় বাড়ি বাড়া নিয়ে থাকতেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় পাগলা দৌলতপুরস্থ হালিম মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ফতুল্লা থানা পুলিশ ।
এসময় তার কাছ থেকে ২৫ কজি গাজা সহ ২ টি মোবাইল ফোন ও একটি গাজা পরিমাপের ওয়েট স্কেল উদ্ধার কর পুলিশ।
পুলিশ জানায়, ইসমাইল দেশের সীমান্তবর্তী স্থান থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় গাজা মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
