বাণিজ্যমেলা ২০১৯

বাণিজ্যমেলা ২০১৯ এর পর্দা ‍উঠছে আজ, দেখুন অনলাইনে কিভাবে টিকেট কিনবেন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা ২৪ তম বাণিজ্যমেলা ২০১৯ এর পর্দা উঠেছে আজ। ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে অগামী ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। দর্শনার্থীদের প্রবেশ সময় সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

বাণিজ্যমেলার টিকেট কাটার ভোগান্তি থেকে রক্ষা পেতে নেওয়া হয়েছে এবার ভিন্ন উদ্যেগ। লাইনে দাড়িয়ে টিকেট কাটার পাশাপাশি এবার ঘরে বসেও কাটা যাবে বাণিজ্যমেলায় প্রবেশে টিকেট।

তবে এতে নেওয়া হচ্ছে না কোন অতিরিক্ত ফি। সাধারন টিকেটের মূল্য ৩০ টাকা এবং অনলাইনেও কাটা যাবে ৩০ টাকায় মেলার প্রবেশ টিকেট।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবহার করে ও বিকাশ সহ অন্য সকল মোবাইল ব্যংক গুলো ব্যবহার করে অনলাইনের মাধ্যেমে কাটা যাবে বাণিজ্যমেলার প্রবেশ টিকেট।

অনলাইনে টিকেট কিনতে www.e-dift.com এইা লিংকে ক্লিক করে কাটতে পারবেন।

এবং মোবাইলের প্লে-ষ্টোরে গিয়ে DITF 2019 আপ ডাউলোড করে খুব সহযেই টিকেট কাটতে পারবেন। সেক্ষেত্রে প্রতি টিকেট প্রতি ২ টাকা সার্ভিস চার্জ কাটা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*