ল্যাব এইড নারায়ণগঞ্জে ব্রাঞ্চ

বাড়ানো হয়েছে ল্যাব এইড নারায়ণগঞ্জ-এ করোনা পরীক্ষার ফি-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২.কমঃ ল্যাব এইড নারায়ণগঞ্জ শাখায় করোনা পরীক্ষার ফি পূণ-নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যেমে এ তথ্য প্রদান করা হয়।এর আগে গতকাল ১৪ জুলাই নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের সামজিক যোগাযোক মাধ্যেমে ল্যাব এইড নারায়নগঞ্জ ব্রাঞ্চ-এর করোনার নমুনা পরীক্ষার বিষয় নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সরকার নির্ধারিত ফি নিয়ে নমুনা সংগ্রহ করতে পারবে ল্যাব এইড এর নারায়ণগঞ্জ ব্রাঞ্চ, এবং পরীক্ষা করবে ঢাকা ল্যাব এইডের নিজস্ব পিসি আর ল্যাবে।


করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় সরকারের পক্ষ থেকে যে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলে বাসা থেকে সংগ্রহ ফি – ৫০০/- এবং সেন্টারে বা বুথে এসে নমুনা প্রদানে- ২০০/-।

”ল্যাব এইড  নারায়ণগঞ্জ ব্রাঞ্চ” উল্লেখিত ফি মোতাবেগ করোনা পরীক্ষ করতে পারবে।

এরপর তা সংশোধনি করে বাসা থেকে সংগ্রহ ফি – ১০০০ টাকা এবং সেন্টারে বা বুথে এসে নমুনা প্রদানে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*