বিএনপি

বিএনপি একটি সন্ত্রাসী দলঃ- সাংসদ শামীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেট হামলা মামলার

রায় প্রমান করে বিএনপি একটি সন্ত্রাসী দল।

১৬ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপার এলাকায় রওশন আরা ডিগ্রি কলেজের নব নির্মিত চার তলা

একাডেমিক ভবনের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে

শামীম ওসমান বলেন, একমাত্র ছাত্র সমাজই পারে সবকিছু পরিবর্তন করতে,কিছুদিন আগে তোমরা তা করে দেখিয়েছ। তোমাদের উপর ভর

করেই বাংলাদেশ  আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে।

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রওশন আরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোসাঃ রওশনআরা বেগম, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয়

কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানাআওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক

আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ,

সাবেকসিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল মতিন প্রমূখ।

 

এসময় সাংসদ শামীম ওসমান বলেছেন, একটা রাষ্ট্রে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন বিরোধী দলীয় নেত্রীকে মারারজন্য

বিশ বার হামলা করেছে, শেষে গ্রেনেড হামলা করা হয়। সেই দেশে আবার ওই দল রাজনীতিও করতে চায়, আমার লজ্জা

লাগে।তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ৩১ বছর বয়সে দেশের হাল ধরেছেন। কি দিয়েছি আমরা তাকে? আমরা তার বাবাকে,

মাকে, ভাইকেসহ সবাইকে মেরে ফেলেছি। কে ছিল ওনার বাবা? যে দেশ স্বাধীন করার জন্য সারা জীবনসংগ্রামকরেছেন।

বছরের পর বছর জেলে থেকেছে। তাকে আমরা মেরে ফেলেছি। এখন তাকেও মারার জন্য বিশ বার চেষ্টা করা হয়েছে।

 

এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদক যে বিক্রি করে সে যতবড় প্রভাবশালী এবং যে

রাজনৈতিক দলেরই হোকনা কেন তাকে ছ্ড়া দেয়া হবে না।

 

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন,রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর,প্রভাষক মোঃ মহসিন,  ১নং ও  ৪নং কাউন্সিলর,

আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা০-কর্মীরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-আজ সংবাদ সম্মেলনে যা বল্লেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নির্বাচনের সময় আমি কেনো সাবজেক্ট ম্যাটার (আলোচনার বিষয়) হবো, জানতে চাই। কে প্রার্থী who cares? সবসময় নৌকার প্রতি সাপোর্ট, প্রার্থী আম গাছ অথবা কলাগাছ