BKMEA

বিকেএমইএ ’তে বিনামূল্য মেনেজম্যান্ট লেভেলে প্রশিক্ষনের সুযোগ-আবেদন করুন এখানে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশ অর্থ মন্ত্রনালয়ের এসইআই(SEIP) প্রজেক্টের আওয়াতায় বিকেএমইএ(BKMEA)- বিনামূল্য  বিভিন্ন বিষেয়ে প্রশিক্ষন পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ডিপ্লোমা ইন্জিনিয়ারিং/গ্রোজুেয়েশন শেষ করা  ও পোশাক শিল্পে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিড-লেভেল মেনেজম্যান্ট কোর্স সমুহের অংশ গ্রহনের জন্য বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বিকেএমইএ।

উক্ত প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের বিকেএমইএর -এর পক্ষ থেকে প্রতিদিনের জন্য ১৩০ টাকা করে সম্মানি প্রদান ও কোর্স শেষে সদনপত্র প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ২২ মার্চ  ২০২০

-ঃযোগাযোগের মোবাইল  নাম্বার সমুহঃ-

  • নারায়ণগঞ্জ অফিসঃ ০১৯১৪৩৯০৩৯৭
  • ঢাকা অফিসঃ ০১৯১৪৩৯০৩৯৯
  • চট্রগ্রাম অফিসঃ ০১৫৫৩৮৩০৫২৭

সকল কোর্সের ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হটাৎ করেই যে কারনে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে তামীমের বিদায়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হটাৎ করেই আর্ন্তজাতিক সকল প্রকার ক্রিকেট ম্যাচ থেকে অবসর গ্রহন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও বর্তমান জাতীয় দলের অধিনায়ক তামীম ইকবাল।