বিসিক শিল্প নগরী

বিসিক এলকায় শ্রমিক অসন্তোষ-ওসি সহ আহত অর্ধশত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিসিক শিল্প নগরী এলাকায় পোষাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এতে মডেল থানার ওসি সহ আহত হয়েছ অর্ধশতাধিক।

জানা যায়,নারায়ণগঞ্জ ফতুল্লার বিসিক শিল্প নগরীর ফকির এ্যাপারেল্স পোষাক কারখানায় শ্রমিকের মজুরী বৃদ্ধি নিয়ে গত তিন দিন যাবৎ এ অসন্তোষবিদ্যামন ছিল।

শ্রমিকদের চাহিদা মোতাবেগ কারখানা কর্তিপক্ষ বেতন বড়ালেও  শ্রমিকরা তাতে অসন্তেষ প্রকাশ করে।

কারখানা কর্তিপক্ষ বিকেএমইএ ও শ্রম অধিদ্প্তরের সাথে কথা বলে শ্রমিকদের চাহিদা মোতাবেগ বেতন বৃদ্ধির কথা যানালেও ৩ ডিসেম্বর

সোমবার শ্রমির কারখানা ভেতরে ভাংচুর করে ও কারখানা থেকে বেড়িয়ে কারাখান ও রাস্তায় গাড়ী ভাংচুর শুরু করে।

ক্ষুব্ধ শ্রমিকরা বিসিক এলাকার ২০ থেকে ২৫ টি কারখানায় ভাংচুর করে এবং গাড়ী ভাংচুর করে।

ক্ষুব্ধ শ্রমিকদের সাথে বাহিরের লোকজন মিলিত হয়ে কারখান ও গাড়ী ভাংচুর করেছে বলে যানা গেছে। ‍বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানা

থেকে শ্রমিকদের বাহির করে নিয়ে আসে।শ্রমিক অসন্তোষের কারনে প্রায় ২ ঘন্টা পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়ক বন্ধ থাকে।

পুলিশ পরিস্থীতি সামাল দিতে কিছু সময় লাঠি চার্জ করে বহিরাগত লোদের বাহিরে বের করে দেয়। বেলা ১২ ৩০ মিনিটের দিকে ‍পুলিশ পরিস্থীতি শান্ত করতে সক্ষম হয়।

আজকের আরো খবর পড়তে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিসিক শিল্প নগরী

বিসিক শিল্প নগরীতে আবারো শ্রমিক অসন্তোশ-ঘটনাস্থলে শমীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় আবারো শ্রমিক অসন্তোশ দেখা দিয়েছে। ৬ ডিসেম্বর সকাল থেকেই এন আর নামের কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিকে কাজ বন্ধ করে সড়ক