নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলা থেকে ২ জন, বন্দর উপজেলা এলাকায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, সদর উপজেলায় ৩ জন, এবং সোনারগাঁয়ে ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১১ জন সহ জেলায়
মোট করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৬৩২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যূ বরণ করেছে ১৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৬ হাজার ৩২১ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
