নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন বলে যানিয়েছেন ওবায়দুল কাদের ।
২ ফেব্রুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের।
অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, কাচঁপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর প্রকল্প পরিচালক আবু সালেহ মো: নুরুজ্জামান, কাচঁপুর সেতুর ম্যানেজার (এডমিন) নাসির উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সর্দারসহ প্রমুখ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
