নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারতের কলকাতায় গরুর দুধের চেয়ে গরুর মূত্রের দাম অনেক বেশি। কলকাতা সহ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যের মধ্যের গোমূত্রের ব্যবসা জমজমান বহু গুনে।
গরুর মূত্র থেকে তৈরি হচ্ছে ‘গোমূত্র ক্যাপসুল’ এবং ‘ডিস্টিল্ড’ ও ‘মেডিকেটেড’ গোমূত্র এবং গড়ে উঠেছে ’’গোমূত্র চিকিৎসা ক্লিনিক’’। কলকাতা ’ য় প্রতি মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয়।
ন্যাশনাল মেডিক্যাল কলেজে ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার কথায়, ‘‘পুরো বিষয়টাই ভণ্ডামি। এতে কোন প্রকার কার্যকারী চিকিৎসা উপকরন নেই। সহজ সরল জনগনদের বোক বানাচ্ছে একটি চক্র।
কলকাতায় দুধ বিক্রয় করার দোকান গুলোতে প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে গো-মূত্র। পশ্চিমবঙ্গে প্রতি লিটার দুধ বিক্রয় হয় ১৫০ টাকা দরে আর গো-মূত্র প্রতি লিটার বিক্রয় হয় ৩৫০ টাকা দরে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
