নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এক সময়ের করোনায় দেশের প্রধান রেড জোন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এখন করোনা থেকে মুক্তর পথে। ধীরে ধীরে কমে আসছে নারায়ণগঞ্জ জেলায় করোনার প্রকোপ।
তবে আগামী শীতে রয়েই যাচ্ছে নতুন করে করোনা সংক্রমণের শঙ্কা। জেলায় শহর এলাকা সহ গ্রম্য এলাকায় মানা হচ্ছেনা স্বাস্থ বিধি। চলা-ফেরা,যানবাহন,শপিংমলে কোথাও নেই স্বাস্থ বিধি মানার চিহ্ন।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৪ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১ জন পরুষ। মৃত্যু বরণকারী ব্যাক্তির বয়স ৪৪ বছর। সে নারায়ণগঞ্জ সিটি এলাকা বাসিন্দ।
জেলায় নতুন করে আক্রান্ত ২৪ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৬ হাজার ৫৭২ জনে।
নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে বন্দর উপজেলায় ১ জন, সিটি এলাকায় ৮ জন, রুপগঞ্জ উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ১০ জন এবং সোনারগাঁ এলাকায় নতু্ন করে আক্রান্ত হয়েছে আরও ২ জন।
১২ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে আরও ৩১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ৩১ জন।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সদর উপজলা থেকে ২৬ জনের এবং ইউএসবাংলার মাধ্যেমে ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নতুন সংগ্রীহি নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রর সংখ্যা দাড়ালো ৪০ হাজার ৮ শত ৯৫ টি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
