নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃনারায়ণগঞ্জে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জনে। নগরী সহ পুরো জেলায় জন-জীবন স্বাভাবিক হয়েছে অনেক আগে থেকেই। করোনা সংক্রমণ রোধে চলা-ফেরায় ও গনপরিবহনে সরকারের কঠোর নির্দেশেনা থাকলেও মানছেনা জনগন।
নারায়ণগঞ্জে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। জদিও সংক্রমণের গতি ধীর। গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জের ৪ টি উপজেলায় করোনায় আক্রান্ত রুগী পাওয়া গেছে। তবে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৫ জন । নতুন আক্রান্ত ২৫ জন সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সাংখ্যা দাড়াল ৬০১০ জনে।
৮ আগষ্ট শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জেলার নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় আক্রান্ত হয়েছে ৭ জন, রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ৪ জন, আড়াইজাজারে ২ জন, সদরে আক্রান্ত হয়েছে ৯ জন এবং সোনারগাঁয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩ জন।
জেলায় নতুন আক্রান্ত ২৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৬০১০ জন এবং নতুন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ১২৭ জনে। করোনার সংক্রমণ
জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৯ জনের, এর মধ্যে ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৪১ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ৫৫ জনের, সদর এলাকা থেকে ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।n pressnarayanganj24, sonargaonnews, bd protidin, bangladesh protidin, newsnarayanganj24
নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৩৩০৮৩ টি ,যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৬০১০ জনের। গত ২৪ ঘন্টায় করোন আক্রান্তদের মধ্যে নতুন সুস্থ হয়েছে ২৮ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা ৫৬১৪৭৩ জন। করোনার সংক্রমণ
নারায়ণগঞ্জে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জনে। নগরী সহ পুরো জেলায় জন-জীবন স্বাভাবিক হয়েছে অনেক আগে থেকেই। করোনা সংক্রমণ রোধে চলা-ফেরায় ও গনপরিবহনে সরকারের কঠোর নির্দেশেনা থাকলেও মানছেনা জনগন।