নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জেলায় কতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ।গত কয়েক দিন দরে করোনায় আক্রান্তে সংখ্যা ২শত এর নিচে। একই সাথে কমেছে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলায় ২৬ জনের, বন্দর উপজেলায় ১১ জনের, সিটি এলাকায় ৩১ জনের, সদর উপজেলায় ১৫ জনের, রুপগঞ্জ উপজেলায় ৭ জনের এবং সোনারগাঁও জেলায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আরও পড়ুনঃ- নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৫২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১৮৬ টি ।
যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৪ হাজার ২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৫ জন। নতুন মৃত্যু সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩০৭। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৩০১৪ জন।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.১১ ভাগ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
