শবে বরাতের বিশেষ কিছু আমল-হাদিসের রেফারেন্স সহ-পড়ুন বিস্তরিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আহম্মদ মোস্তফা,মোহাম্মদ মোস্তাফা রাসুল্লাহী (সঃ) মুসলিম জাতির জন্য বিশেষ কিছু আমলের দিন/রাত্রির ব্যাখ্যা প্রদান করেনছেন। এর মধ্যে প্রতি বছরের ৫ টি রজনির উপর বিশেষ আলোক পাত করেছন।

তা হল…

  • শবে জুমা বা জুমার রাত,
  • শবে ঈদাইন বা দুই ঈদের রাত্রিদ্বয়,
  • শবে বরাত বা মুক্তির রাত
  • নিসফ শাবান বা শাবান মাসের মধ্য রাত,
  • শবে কদর বা কদরের রাত অর্থাৎ মর্যাদাপূর্ণ রজনী

নিচে শবে বরআত নামাজের বিশেষ কিছু আমলের পদ্ধতি ও হাদিসের ব্যখ্যা প্রদান করা হল…

  • রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। (ইবনে মাজাহ)
  • হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত নামাজ আদায় করবে; এসবের মাঝে কোনো মন্দ কথা না বলে, তার এই নামাজ ১২ বছরের ইবাদতের সমতুল্য গণ্য হবে।
  • হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত: যে ব্যক্তি মাগরিবের পর বিশ রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। (তিরমিজি, মিশকাত, ফয়জুল কালাম, হাদিস: ৪৪৯-৪৫০)
  • রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। (আল কোরআনুল করিম, পারা: ১৫, সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ৭৯)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*