নারায়ণগঞ্জ বাণী২.৪.কমঃ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন । ৬ আক্টোবর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি মৃত্যু বরণ করেন।
এডি ভ্যান হ্যালেন ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে জন্মগ্রহন করেন। ২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের হিসেবে শীর্ষস্থান লাভ করেন।
১৯৭২ সালে কয়েজন মিলে গঠন করেন আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন। ব্যান্ড ‘ভ্যান হ্যালেন: এর ড্রামে ছিলেন ভাই ব্যাসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ। দুই হাতে আনবরত গিটারের স্ট্রিং গুলোকে নাচাতে পারতেন এই সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট।
একই সাথে তিনি ছিলেন গীতিকার, প্রযোজক ও উদ্ভাবনী গিটারিস্ট।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
