নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে বিপক্ষে মাঠে ব্যাট করতে নেমে ইনজুরিতে পরে বিশ্বসেরা অলরাউন্ডার ও টাইগার দলের সাকিব আল হাসান।
তার ইনজুরি ক্রিকেট প্রেমিদের ভাবিয়ে তুলেছে, সংশয় দেখা দিয়েছে আগামী ৩০ তারিখ থেকে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটে খেলা নিয়ে।
গতাকাল আয়ারল্যান্ডে বিপক্ষে ২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামীম ও লিটন দাসের ব্যাটিং তোপে সুবিধা করতে পারেনি কোন আয়রিশ বোলাররা। তামীম ইকবালের আউটের পর ব্যাট হাতে মাঠে নাম সাকিব আল হাসান। ৫০ রানের অপরাজিত থাকা সাকিব পিঠের পেশিতে টান লাগলে মাঠ ছাড়ে।
সাকিবের ইনজুরির ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ক্রিকবাজকে বলেন, তার ইনজুরি গুরুতর নয়, বিশ্বকাপের আগেই সে দলে ফিরবে বলে আমারা আশা রাখছি। গতকালের ম্যাচে আমারা তাকে নিয়ে কোন ঝুকি নিতে চাইনি,তাই মাঠ থেকে তাকে গ্যালারিতে নিয়ে এসেছি। আমরা আত্মবিশ্বাসী যে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।