নিহত

সিদ্ধিরগঞ্জে কভার ভেনের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছে।  ১৭ মে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রামে মহাসড়কের  কাঁচপুর সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।


নিহত দুইজার সম্পর্কে  আপন চাচাতো ভাই। তাদের নাম ফয়সাল আহমেদ সুজন (২৮) ও ফয়সাল আরাফাত (৩০)। তারা কুমিল্লা জেলার চান্দিনা এলকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ‍উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ছে । তবে অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।


এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে চলছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার