নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এই সাথে তাদের দখল হইতে ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার কর হয়েছে এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
১০ মে রবিববার বিকালে র্যাব-১১ এর সদর দপ্তর থেকে অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক সংবাদ
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাঙ্গালমুড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৪), আলমগীর হোসেন (২৮) ও একই থানার উত্তর যাত্রাপুর এলাকার কাউসার (৩৮), বরগুনা জেলার বেতাগী থানার কাজী আবাদি এলাকার ইছাক ওরফে কালু মিয়া (৬০) এবং একজন অপ্রাপ্ত বয়স্ক।
বিজ্ঞপ্তিতে বলা হয় ৯ মে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।