ভুকম্পন

সূর্য গ্রহণের পরই ভুমিকম্পে কেঁপে উঠল সিলেট

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ.কমঃ সুর্য গ্রহণের কিছুক্ষণ পরেই সিলেটে ভুকম্পন। কেঁপে উঠেছে সিলেট। সিলেটে মৃদু ভুমিকম্প অনুভুত হয়েছে। ২১ জুন রবিবার বিকেল ৪ টা ৪৬ মিনিটে সিলেটে মৃদু এই ভমিকম্প অনুভুত হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে মৃদু এই ভুমিকম্পনের মাত্র ছিল রিকথার স্কেলে ৫.২ । এ ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়েনমারের সিমান্তে বলে জানা গেছে।


এমনিতেই সিলেট ভুমিকম্পে ঝুঁকিপুর্ণ এলাকা সিলেটে এ ভুমিকম্প অুভুত হলে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষনিক ভাবে এ ভুমিকম্পে ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

 

সারাদেশের মত সিলেটেও সুর্য্য গ্রহন দেখা গিয়েছিল। সুর্য গ্রহনের ঠিক কিছুক্ষন পরই রবিবার বিকেলে মৃদু ভুমিকম্প অনুভুত হয়েছে।

আরও খবর পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*