সোনারগাঁয়ে করোনায়

সোনারগাঁয়ে করোনা পরিস্থিতি-পৌরসভা সহ ৪ টি ইউনিয়ন সংক্রমিত-সুরক্ষিত ৬ ইউনিয়ন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ২রা মে শনিবার পর্যন্ত সোনারগাঁয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ জন। ২রা মে শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী সোনারগাঁয়ে নতুন আরও ১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে এবং সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ জন। এর মধ্যে ২ জন মৃত্যু বরন করেছেন।

সোনারগাঁ উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদের মধ্যে সোনারগাঁ পৌরসভা এলকায় ১ জন, বৈদ্যের বাজার ইউনিয়নে ১২ জন, কাাঁচপুর ইউনিয়নে ৩ জন, শম্ভুপুরা ইউনিয়নে ১৩ জন এবং মোগরাপাড়া ইউনিয়নে ৩ জন সহ মোট ৩২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে শম্ভুপুরা ইউনিয়নে ১ জন এবং মোগরাপাড়া ইউনিয়নে ১ জন সহ মোট ২ জন মৃত্যু বরন করেছেন।

এদিকে সোনারগাঁয়ে প্রথম করোনা সনাক্ত রোগী আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গত ১লা মে শুক্রবার বাড়ি ফিরেছেন ।
তবে উপজেলার নোয়াগাঁও , জামপুর, সাদিপুর, সনমান্দি, বারদী এবং পিরোজপুর ইউনিয়ন এলকায় এখনো কোন করোনা রোগী সনাক্ত হয়নি।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সোনারগাঁয়ে করোনায়

সোনারগাঁয়ে ১০ পুলিশ সদস্য সহ করোনায় আক্রান্ত ২৪ ঘন্টায় ২৩ জন-১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় ১০ পুলিশ সদস্য, একজন ব্যাংক কর্মকর্তা সহ ১ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৩ জন। এ নিয়ে ১৯ মে মঙ্গলবার সকাল পর্যন্ত সোনারগাঁয়ে করোনায়