নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবারের সাথে অভিমান করে সদ্য এস এস সি পাশ করা ইব্রাহিম (১৮) নামের এক যুবক গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
১৭ জুন বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের লিচু বাগানে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সোনারগাঁ উপজেলান মোগরাপাড়া ইউনিয়নের বিশেষ খানা গ্রামের হাজী মোঃ মহিউদ্দিন খোকনের ছোট ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ইব্রাহিম এ বছর এস এস সি পাশ করে লকডাউনের কারনে এখনো কলেজে ভর্তি হতে না পারায় ১৬ জুন তাকে তার পিতা তাকে মুদি দোকানে বসে পিতাকে সহযোগীতা করার জন্য বকাঝকা করে। পরে পিতার সাথে অভিমান করে বুধবার বিকেলে কামারগাঁও লিচুবাগানে লিচু গাছের সাথে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হযেছে।