নিজাম উদ্দিন-বান্দারবানঃ অনলাইনে নিউজ পোর্টল গুলোর সংবাদ প্রকাশের মাত্র ১ ঘন্টার মধ্যে বান্দারবানে পহাড়ী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৫৫৩ টিরো বেসি গাজা গাছ ধংশ করেছে।
২০ এপ্রিল শনিবার সকাল ১১ টা থেকে লামা পৌর শহরের সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রোয়াজা ঝিরি এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
উল্লেখ্য যে, গাজা চাষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যেম ও অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল গুলোতে প্রকাশ হওয়ার পর বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার নজরে আসলে তিনি অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশেপ্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশের সাথে সাথেই লামা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) আমিনুল হক ও ১৫/২০ জন পুলিশ সদস্যকে নিয়ে অভিযান শুরু করেন। অভিযানে প্রায় ৫৫৩ টি প্রাপ্ত বয়স্ক গাজার গাছ ধংস করেন।
এ সময় আরো উপস্তিত ছিলেন, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ,আসাদুজ্জামান ও এএসআই সুজন ভৌমিক। সহ আরো কিছু পুলিশ সদস্য।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
